Khoborerchokh logo

পলাশবাড়ীতে ভ্রাম্যমান আদালতে ৮টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা । 111 0

Khoborerchokh logo

পলাশবাড়ীতে ভ্রাম্যমান আদালতে ৮টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা ।

পলাশবাড়ীতে ভ্রাম্যমান আদালতে ৮টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা ।
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধায় লকডাউন ঘোষণা বাস্তবায়ন করতে ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা উপেক্ষা করে ৬ টার পর ঘর হতে বাহির হওয়ায় পলাশবাড়ীতে ভ্রাম্যমান আদালতে ৮টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা আফরোজ ।
১৯ এপ্রিল রবিবার ৬ টার পর পলাশবাড়ী পৌর শহরের তিনমাথা মোড়সহ বিভিন্ন  স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮টি পৃথক মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় পলাশবাড়ী থানার এ.এস.আই সাইফুলসহ সঙ্গীয় ফোর্স ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন। 
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেরিনা আফরোজ বলেন, এতো জরিমানা ও আইনি কঠোরতার পরেও অযথা নানা ছলে মানুষ ঘরের বাহিরে আসেছে। মানুষ তার ভালো কেন বুঝছে না? তিনি সকলকে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা মেনে চলার আহবান জানান ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com